ধর্ম, জেলার সংবাদ

আজ চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর

চাঁদপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে মে ২০২০ ১২:৪২:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের সাথে মিল রেখে আজ রবিবার চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফে ১০টায় ঈদের নামাজের জামায়ত অনুষ্ঠিত হবে। নামাজের ইমামতি করবেন সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. খাজা বাকী বিল্লাহ মিসকাত চৌধুরী। এর আগে সকাল ৮টা থেকে বিভিন্ন স্থানের মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

হাজীগঞ্জ উপজলোর বড়কুল পশ্চমি ইউনয়িনরে সাদ্রা হামদিয়িা দাখলি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা ইছহাক ১৯২৮ সাল থেেক সৌদি আরবের সাথে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন। এরই ধারাবাহিকতায় ৯২ বছর ধরে জেলার হাজীগঞ্জ, ফরদিগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ৪০টি গ্রামের প্রায় এক লক্ষ মানুষ আগাম রোজা, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উদযাপন করে আসছেন।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা ড. খাজা বাকী বিল্লাহ মিসকাত চৌধুরী জানান, করোনাভাইরাসের কারণে এবছর সামাজিক দূরত্ব বজায়ে রেখে দরবার শরীফের মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। করোনা সংক্রমণরোধে সাবান, হ্যান্ড স্যানিটাইজারসহ জীবাণুনাশক ব্যবহার করে মুসল্লীদের মসজিদে প্রবেশ করানো হবে।

সাদ্রা ছাড়াও একদিন আগে ঈদ উদযাপন করা গ্রামগুলো হচ্ছে- হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বরকুল, অলীপুর, বেলচোঁ, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রাম।

এছাড়াও চাঁদপুরের পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা ও শরীয়তপুর জেলার বেশ কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন।

আরও পড়ুন