বিশেষ প্রতিবেদন, লাইফস্টাইল, স্বাস্থ্য

আজ বিশ্ব হাত ধোয়া দিবস

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই অক্টোবর ২০২১ ০৭:২৭:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে প্রায় ৭০০ স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়া শিখিয়েছে লাইফবয় ও ব্র্যাক।

আজ বিশ্ব হাত ধোয়া দিবস। সাবান দিয়ে হাত ধোয়ার উপকারিতা জানাতে এবং মানুষকে সচেতন করতে ২০০৮ সাল থেকে প্রতি বছর ১৫ই অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বাংলাদেশেও বিভিন্ন প্রতিষ্ঠান দিনটি পালন করে। এ বছর লাইফবয় এবং ব্র্যাকের সহায়তায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে শিশুদের হাত ধোয়া শেখানোর কার্যক্রম। তাদের হাত ধোয়ার অভ্যাস করাতেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা।

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে প্রায় ৭০০ স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়া শিখিয়েছে লাইফবয় ও ব্র্যাক। সপ্তাহব্যাপী এই কার্যক্রমে অংশ নিয়েছে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী। নিয়ম মেনে হাত ধোয়া ও নিয়মিত হাত ধোয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয় ক্যাম্পেইনে। এ সময়, সাবান ব্যবহার করে হাত ধোয়ার প্রতিশ্রুতি দিয়ে শপথ বাক্য পাঠ করেন তারা।

সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যাসের ফলে ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক রোগ থেকে নিরাপদ থাকবে বলে জানানো হয়। দিবসটি উপলক্ষ্যে 'এইচ ফর হ্যান্ডওয়াশিং' এবং 'হ তে হাত ধোয়া' বিষয়টি প্রাথমিক শিক্ষায় যোগ করার প্রস্তাব করেছে লাইফবয়।

আরও পড়ুন