জাতীয়, রাজধানী, আইন ও কানুন

আবরার হত্যা: গ্রেপ্তার দশজনের ৫ দিনের রিমান্ড

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৩:৩০:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ছাত্রলীগের ১০ জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার, সিএমএম-এর ২১ নম্বর আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন মূখ্য মহানগর হাকিম সাদবির আহসান চৌধুরী।

এর আগে, দুপুর ১টার দিকে ডিবি কার্যালয় থেকে আটক আবরার হত্যার অভিযোগে সন্দেহভাজন ছাত্রলীগের ১০ জনকে ঢাকার মূখ্য মহানগর হাকিম-সিএমএম আদালতে নেওয়া হয়। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

ফেসবুকে ভারত বাংলাদেশ চুক্তির বিষয়ে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। ওই ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১০ জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। এই দশজনসহ মোট ১৯ জনের নামে চকবাজার থানায় মামলা দায়ের করেছেন আবরারের বাবা।

আরও পড়ুন