আন্তর্জাতিক, ইউরোপ

ইউরোপের প্রথম করোনাভাইরাস মুক্ত দেশ স্লোভেনিয়া

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই মে ২০২০ ০৫:৪৩:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরোপের প্রথম করোনাভাইরাস মুক্ত দেশ স্লোভেনিয়া। দেশটিতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় বৃহস্পতিবার এঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যানেজ জানসা।

গত দুই মাসের প্রচেষ্টায় করোনাকে পরাজিত করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। এ পরিস্থিতিতে লকডাউন অনেকটাই শিথিল করা হয়েছে স্লোভেনিয়ায়। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের জন্য স্লোভেনিয়ায় প্রবেশের পর ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক নয়।

তবে সংক্রমণ রোধে অন্যান্য কিছু নিষেধাজ্ঞা বহাল থাকবে। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের দেশে প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্তও নিয়েছে দেশটি।

২০ লাখ মানুষের দেশ স্লোভেনিয়ায় করোনায় মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রথম সংক্রমণ শনাক্ত হয় ৪ঠা মার্চ আর গেল ১৩ই মে পর্যন্ত মোট সংক্রমণ প্রায় দেড় হাজার। গত দু সপ্তাহে ৩৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। আর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আটজন।

আরও পড়ুন