আন্তর্জাতিক, আমেরিকা, আরব

ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে চুক্তি, ফিলিস্তিনের ভাগ্যে কি?

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ০৫:০৯:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফিলিস্তিনিদের কথা খেয়াল না রেখেই ইসরাইল এবং কয়েকটি আরব দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের অবকাশে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল গান্তজ এবং আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ চুক্তি করেন। এই সমঝোতার পর এখন বিষয়টি নিয়ে আলোচনার জন্য দু'পক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।

সংবাদ সংস্থা এএফপি ও ফিলিস্তিনের একটি টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। এমনকি, ইসরাইলের এক মুখপাত্র এ চুক্তি হওয়ার কথায় সমর্থন জানিয়েছেন। সহযোগিতাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে ইসরাইল এবং আরব দেশগুলোর মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক কমে আসবে বলে মনে করা হচ্ছে, বলে জানিয়েছেন তিনি।

গত সেপ্টেম্বরে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ইরানের হুমকি মোকাবেলার জন্য ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন