আন্তর্জাতিক

উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের আচরণ গণহত্যা: কানাডার পার্লামেন্ট

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৩শে ফেব্রুয়ারি ২০২১ ১২:২১:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের আচরণকে 'গণহত্যা' হিসেবে ঘোষণা করেছে কানাডার পার্লামেন্ট।

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কানাডা এই ঘোষণা দিল। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে সর্বসম্মতভাবে এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়।

কানাডার হাউজ অব কমন্সে প্রস্তাবটি পাশে বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারি দল লিবারেল পার্টির বেশ কিছু সদস্যও ভোট দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য ভোটাভুটির সময় অনুপস্থিত ছিলেন। ট্রুডো এখনই একে গণহত্যা বলতে নারাজ।  তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রযোজন ছিল বলে মনে করেন।

পার্লামেন্টে ভোটাভুটির আগে বিরোধী দলীয় নেতা এরিন ও’টুল বলেন, প্রস্তাবের মাধ্যমে দ্ব্যর্থহীন ও সুস্পষ্ট এই বার্তা পাঠানো দরকার যে কানাডা মানবাধিকার ও মানবিক মর্যাদার জন্য সবসময় দাঁড়াবে। এমনকি কিছু অর্থনৈতিক সুযোগ-সুবিধা ছাড় দেয়ার বিনিময়ে হলেও।

  

আরও পড়ুন