বাংলাদেশ, জাতীয়, প্রবাস

এখন থেকে প্রবাসীরাও হতে পারবে ভোটার!

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০৫:৩৪:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘদিনের দাবি, সংলাপ ও আলাপ আলোচনার পর মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে, আগারগাঁও নির্বাচন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ায় অবস্থান করে উদ্বোধনী অনুষ্ঠঅনে অংশ নেন। কার্যক্রমের উদ্ধোধন শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানান, প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে কয়েকটি ধাপ অনসুরণ করা হবে। তারা অনলাইনে ওয়েব পোর্টালের মাধ্যমে বিদেশে বসেই আবেদন করতে পারবেন।  

পরবর্তীতে প্রাপ্ত আবেদনসমূহের প্রদত্ত ঠিকানার ভিত্তিতে উপজেলা, থানা নির্বাচন অফিসের মাধ্যমে সরেজমিনে যাচাই বাছাই করা হবে।  

মালয়েশিয়া ছাড়াও যুক্তরাজ্য, দুবাই ও সৌদি আরবের প্রবাসীরাও এই সুযোগ পাবেন বলেও জানানো হয়।  

আরও পড়ুন