আন্তর্জাতিক, ইউরোপ

এডেন উপসাগরে হামলার শিকার ব্রিটিশ জাহাজ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই মে ২০২০ ০৩:১৩:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্রিটিশ পতাকাধারী একটি কেমিক্যাল পণ্যবাহী জাহাজ এডেন উপসাগরে হামলার শিকার হয়েছে তবে ওই হামলা ব্যর্থ করে দেয়া হয়। সশস্ত্র জলদস্যুরা হামলা চালিয়েছে বলে ট্যাংকার পরিচালনাকারী প্রতিষ্ঠান স্টল্ট ট্যাংকার জানিয়েছে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, গতকাল (রোববার) উপকূল থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা দুটি স্পিডবোট নিয়ে ব্রিটিশ জাহাজে হামলা চালায়। জলদস্যুদের মোকাবেলায় ব্রিটিশ জাহাজ থেকেও গুলি চালানো হয়। এতে জলদস্যুদের হামলা ব্যর্থ হয়েছে। জাহাজের সশস্ত্র রক্ষীরা কয়েক রাউন্ড সতর্কতামূলক গুলিবর্ষণ করার পর জলদস্যুরাও গুলি চালায়। পরে জাহাজ থেকে আরো গুলি চালালে জলদস্যুরা পালিয়ে যায়।

ওই মুখপাত্র বলেন, জোটের জাহাজ থেকেও গুলি চালানো হয়েছে এবং স্টল ট্যাংকার যাত্রা অব্যাহত রাখে। তবে জোটের জাহাজ বলতে তিনি কোন জোটকে বুঝিয়েছেন তা পরিষ্কার নয়।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো বলছে, হামলার উঁচু মাত্রার ঝুঁকি থাকার কারণে ব্রিটিশ জাহাজটি একটি ট্রানজিট-করিডোরের ভেতর দিয়ে যাত্রা শুরু করে এবং তাকে আন্তর্জাতিক নেভাল ফোর্স পাহারা দিয়ে নিয়ে যেতে থাকে।

গোলাগুলির ঘটনায় ব্রিটিশ জাহাজের কোনো নাবিক হতাহত হন নি তবে গোলাগুলিতে জাহাজের ব্রিজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন