অর্থনীতি

এলসি খুলতে ১৩ ডিজিটের মূসক নিবন্ধন লাগবে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ০৯:১৭:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এনবিআরের নির্দেশনা অনুসরণের জন্য দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৩ ডিজিটের মূল্য সংযোজন কর বা ভ্যাট নিবন্ধন না থাকলে আগামী পহেলা নভেম্বর থেকে আমদানিকারকদের পক্ষে এলসি ইস্যু করা যাবে না। আজ সোমবার, এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর এনবিআর এ ব্যাপারে নির্দেশনা দিয়েছিলো। তাতে বলা হয়েছিলো আগের ১১ অথবা ৯ সংখ্যার মূসক নিবন্ধনের পরিবর্তে ১৩ সংখ্যার নিবন্ধন নিতে হবে।

আর, এ সময় আগামী ৩১শে অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের পর কোনও বাণিজ্যিক ব্যাংক পুরনো নিবন্ধনের বিপরীতে এলসি খুলতে পারবে না।

আরও পড়ুন