আন্তর্জাতিক, ভারত, পাকিস্তান

করোনার আড়ালে কাশ্মিরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চলছে: ইমরান খান

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা মে ২০২০ ০৯:৩২:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, করোনা মহামারির আড়ালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে মুসলমানদের বিরুদ্ধে নয়াদিল্লি যুদ্ধাপরাধ চালাচ্ছে।

বৃহস্পতিবার ইমরান খানের টুইট বার্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানের ইংরেজি নিউজ নেটওয়ার্ক প্রেসটিভি।

ইমরান খান তার বার্তায় দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসন কাশ্মিরের জনসংখ্যা পরিবর্তন ঘটানোর চেষ্টা করছে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিমালয় অঞ্চলে অব্যাহত গণহত্যা চালিয়ে যাচ্ছে।

ভারতের তৎপরতাকে চতুর্থ জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে নজর দেয়া উচিত।

ইমরান খান তার বার্তায় আরও বলেন, জাতিসংঘ কাশ্মিরকে বিতর্কিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কাশ্মিরে অব্যাহত ভারতীয় যুদ্ধাপরাধকে নজরে নেওয়ার দায়িত্ব বিশ্বের রয়েছে বলে দাবি করেন তিনি।

কাশ্মির নিয়ে পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলেও গত বছর এক বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ইমরান খান।

আরও পড়ুন