আন্তর্জাতিক, ভারত

করোনায় আক্রান্ত হয়ে কাশ্মীরে প্রথম মৃত্যু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ০২:৫১:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাশ্মীরে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিন দিন আগে শ্রীনগরের গভর্নমেন্ট চেস্ট ডিজিস হাসপাতালে মৃত্যু হয় ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে বৃহস্পতিবার নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ।

শ্রীনগরের মেয়র জুনায়ি আজিম মাত্তু এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'এখানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কেউ মারা গেল। আমি মৃতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। আমরা আপনাদের পাশে আছি। আপনাদের দুঃখ আপনাদের দুঃখ বুঝতে পারছি।' 

পরীক্ষার পর নিহত ব্যক্তির সংস্পর্শে আসা চার জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বুধবার আরও চারজন করোরা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপত্যাকায় ১১জন করোনা আক্রান্ত হলেন। আক্রান্তদের জনসমাগম নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন