জাতীয়

করোনায় আরও ২১ জনের প্রাণহানি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ১৬ই সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৪:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের প্রাণহানি।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৫ জন নারী। এ নিয়ে মোট প্রাণ গেলো ৪ হাজার ৮শ' ২৩ জনের। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে ১৩ হাজার ২৫৮টি নমুনা সংগ্রহ হয়। আর ২৪ ঘন্টায় ১৩ হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬১৫ জন।  আর এ পর্যন্ত ১৭ লাখ ৭০ হাজার ১০৬ জনের নমুনা পরীক্ষা করে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৬৭১ জন। এছাড়া গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৭৫ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৯৬৯ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ০৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৩ হাজার ৭৬০ জন (৭৭ দশমিক ৯৬ শতাংশ) এবং নারী এক হাজার ৬৩ জন (২২ দশমিক ০৪ শতাংশ)।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ হাজার ৭২৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৪৩ জন।

এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৩৯ হাজার। এছাড়া বিশ্বজুড়ে সুস্থ হয়েছেন ২ কোটি ১৫ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন