ক্রিকেট

'অসাধু ব্যবসায়ীরা করোনা ভাইরাস'

ময়ূখ

ডিবিসি নিউজ

শনিবার ২১শে মার্চ ২০২০ ১০:১১:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসকে উপলক্ষ্য করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ফায়দা লুটে নিচ্ছে। এমন ব্যবসায়ীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।

আজ শনিবার পর্যন্ত সরকারি হিসেবে বাংলাদেশে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; মারা গেছেন ২ জন। সারাদেশে কোয়ারেন্টিনে আছেন প্রায় ১৪ হাজার জন। এমন অবস্থায় ডেটল, স্যাভলন, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছে অনেকেই। এই লোভী ব্যবসায়ীদের প্রতি এক এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে জাতীয় দলের পেসার রুবেল হোসেন লিখেছেন, 

"লোভী ও নির্মম জাতি আমরা।
চায়নাতে এতো বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান,কারণ তারা মানুষ।
আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক
৫০ টাকা,আর ২০ টাকার মাস্ক ১০০\ ১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!
শ্রদ্ধার সাথে স্মরণ করছি একাত্তরের সেই বীর সন্তানদের যাদের মিলিত প্রচেষ্টায় আমরা পেয়েছি এই স্বাধীনতা। অথচ আজ কেন এই বিপর্যয় আমরা সবাই এক নই । কেন?
মাস্ক, স্যানিটাইজার এবং মুদি বাজারের সমস্ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে ধিক্কার জানাই ওই সমস্ত লোভী মুনাফাখোর ব্যবসায়ীদের যারা কৃত্রিম সংকট তৈরী করে দাম বাড়াচ্ছে তারাই আসলে দেশের করোনা ভাইরাস।"

 

আরও পড়ুন