বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

করোনা: একদিনে দেশে রেকর্ড ২৪ জনের মৃত্যু

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে মে ২০২০ ০২:৪৩:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে রেকর্ড ২৪ জনের মৃত্যু হয়েছে। আর, নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬৯৪ জন।

আজ শুক্রবার (২২শে মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরো ৯ হাজার ৯৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ৯ হাজার ৭২৭টি নমুনা। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ২০৫ জনে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩২ জনে। গত ২৪ ঘণ্টায়  সুস্থ হয়েছেন ৫৮৮  জনসহ ৬১৯০। বুলেটিনে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সাধারণের প্রতি অনুরোধ জানান তিনি। এছাড়া সবাইকে নিজ নিজ অবস্থানেই থাকার আহ্বান জানান তিনি।

গত বছরের ৩১শে ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় গত ১৮ই মার্চ।

এরপর থেকে প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৬শে মার্চ থেকে সাত ধাপে ৩০শে মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

আরও পড়ুন