ক্রিকেট

করোনা প্রভাবেও ফিটনেস ধরে রাখতে ব্যস্ত জাহানারা আলম

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে মার্চ ২০২০ ১০:২৬:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা আতঙ্কে অন্যরা যেখানে বাইরেই বের হচ্ছেন না, সেখানে নারী ক্রিকেটার জাহানারা আলম ঘরে বসে মোটেও অলস সময় কাটাচ্ছেন না।

সবাই যখন ঘরে বসে আলস সময় কাটাচ্ছেন, তখন বাংলাদেশের নারী ক্রিকেট দলের তারকা খেলোয়াড় এ সময়টিকে বেছে নিয়েছেন নিজেকে ফিট রাখার কাজে। ফিটনেস ধরে রাখতে চালিয়ে যাচ্ছেন জিম সেশন। নিজে মেনে চলেছেন করোনা থেকে বাঁচার উপায়। এমনকি অন্যদেরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জাহানারা আলম বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পরিচিত মুখ। করোনাভাইরাসের কারণে সবাই যখন ঘরবন্দি, তখন হঠাৎই তার দেখা মিললো বিসিবির একাডেমিতে। দিন দিন প্রকট হচ্ছে করোনা সঙ্কট। বাড়ছে সংক্রমণ আর মৃত্যুর সংখ্যা। নিজের নিরাপত্তায় বিসিবির দেয়া নির্দেশনা মেনে চলেছেন জাতীয় দলের হয়ে ১৭ ওডিআই আর ৩০ টি-২০ খেলা জাহানারা। দেশবাসীকেও সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এমনিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভালো কাটেনি। এর ওপর করোনা প্রভাবে মাঠের খেলাও নেই। বিশ্বব্যাপী কোভিড নাইনটিন ভাইরাসের যে প্রভাব তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেড জোনে বাংলাদেশ। তাইতো শুধু সরকার নয়, ব্যক্তি উদ্যোগ থেকেও সবার সচেতন হওয়াটা খুবই জরুরি, মনে করছেন জাহানারা আলম।

আরও পড়ুন