আন্তর্জাতিক, ইউরোপ

করোনা মোকাবিলায় ইরান ও ভেনিজুয়েলাকে সহায়তার আহ্বান জানালো ইইউ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০২:২৬:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা দুই দেশ ইরান ও ভেনিজুয়েলাকে সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরসেল এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তেহরান ও কারাকাস উভয়ই মার্কিন নিষেধাজ্ঞায় কবলে পড়েছে এবং দুই দেশের সরকারের আয় কমে গেছে। ইরানের তেল শিল্পের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে বেশ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তেহরান।

তিনি আরও জানান, ইরান ও ভেনিজুয়েলায় দুই কোটি ইউরো সমপরিমাণ মানবিক ত্রাণ পাঠাবে ইইউ।

আরও পড়ুন