আন্তর্জাতিক, এশিয়া

কিরগিজস্তান ও তাজিকিস্তিন সীমান্তে ভয়াবহ সংঘর্ষ: নিহত ৩১

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে এপ্রিল ২০২১ ০৯:১৯:৪০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পানি নিয়ে বিরোধের জের ধরে কিরগিজস্তান ও তাজিকিস্তিন সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৩১ জন। আহত হয়েছে অন্তত দেড়শ মানুষ। সংশ্লিষ্ট এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দশ হাজার মানুষকে।

বুধবার কিরগিজস্তানের বাটকেন এলাকায় একটি পানিকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে দুই দেশের মানুষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একে অপরের দিকে পাথর নিক্ষেপ করতে থাকে। বিরোধ অবসানে একটি সমঝোতা ও সেনা প্রত্যাহারের উভয় দেশ একমত হলেও গুলি অব্যাহত রয়েছে। নিহতদের মধ্যে এক কিরগিজ তরুণী রয়েছে।

বাটকেন গভর্নর জানান, উভয় পক্ষ পানিতে নজরদারি ব্যবস্থা প্রত্যাহারের বিষয়ে একমত হয়েছিল। কিন্তু পরে তাজিকিস্তান তা অস্বীকার করে। জনগণের মধ্যে সংঘর্ষ ছড়ালে দ্রুত উভয় দেশের সীমান্তরক্ষীরা জড়িয়ে পড়েছে। 

আরও পড়ুন