বাংলাদেশ, খেলাধুলা, জাতীয়, অন্যান্য খেলা

কোচ ছাড়াই চলছে ভলিবলে এসএ গেমস প্রস্তুতি

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে অক্টোবর ২০১৯ ১০:৫৩:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান কোচ ছাড়াই চলছে জাতীয় ভলিবল দলের এসএ গেমসের প্রস্তুতি।

তবে সামনের মাসেই ইরানি কোচ আলীপুর আরজি আসছেন বলে জানিয়েছেন ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম।  এছাড়া ভলিবলে গতি আনতে এসএ গেমসের পরেই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি।  

এরই মধ্যে সামনের মাসেই হোম ভেন্যুতে বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেনস সেন্ট্রাল জোন ভলিবল প্রতিযোগিতার মধ্যে দিয়েই ভলিবলে আন্তর্জাতিক আসরে নাম লিখাতে চলেছে বাংলাদেশের মেয়েরা।  এতে লড়বে আফগানিস্তান, কিরগিজস্তান, মালদ্বীপ, নেপাল, তুর্কমেনিস্তানের বিপক্ষে।   

মেয়েদের ভলিবল দল এই টুর্নামেন্ট দিয়ে এসএ গেমসের জন্য নিজেদের ঝালিয়ে নেবার দারুণ সুযোগ পাচ্ছে।  তবে মাত্র মাসখানেক সময় বাকি থাকলেও এখনো স্থানীয় কোচের অধীনেই অনুশীলন সারছে জাতীয় দলের ছেলেরা।  

ইরানি কোচ আলীপুর আরজি এখনও আসেননি ঢাকায়। 

ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‍“আমরা দলকে ভারত বা ইরান পাঠানোর চেষ্টা করেছিলাম, হয়ে ওঠেনি।  কোচ আলীপুর আরজিকে চলে আসতে বলা হয়েছে।  এবং আমি মনে করি আমাদেরকে আরো বেশি করে ইন্টারন্যাশনাল গেমগুলো খেলতে হবে।“

বেশির ভাগ সময়েই থাকেন না কোচ আলীপুর আরজি।  ভলিবলে টুর্নামেন্টও হাতে গোনা।

বাংলাদেশে ভলিবল খেলায় প্রাণের সঞ্চার করতে চায় ফেডারেশন, তাই ফ্রাঞ্চাইজি লিগ আয়োজনের নকশাটা আঁকা হয়েছিল বছর দুয়েক আগেই।  কিন্তু স্পন্সরের অভাবে বাস্তবে রুপ নেয়নি সেটা। 

তবে ভলিবল ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন কারণে এই উদ্যোগ স্তিমিত হয়ে গিয়েছিলো। কিন্তু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেই এগুলোর কাজ হবে।

আরও পড়ুন