খেলাধুলা, ক্রিকেট

ক্রিকেট মাঠে ফেরাতে আইসিসির গাইডলাইন

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ১২:৪৩:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফেরাতে সদস্য দেশগুলোকে বিস্তারিত গাইডলাইন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসি। তবে কবে নাগাদ শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেট সেটা উল্লেখ করেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

গাইডলাইনটি তৈরি করেছে আইসিসির মেডিক্যাল এডভাইজরি কমিটি। তারা আলোচনা করেছে প্রতিটি সদস্য দেশের মেডিক্যাল প্রতিনিধিদের সঙ্গেও। নির্দেশনাগুলোর মধ্যে গুরুত্ব পেয়েছে কোভিড পরিস্থিতি দেখভালের জন্য একজন মেডিকেল কর্মকর্তা নিয়োগ।

প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে। সফরের ক্ষেত্রে নিতে হবে চার্টার্ড ফ্লাইট আর টিম হোটেলে নিতে হবে পুরো একটা ফ্লোর। তবে আইসিসি বলছে, মাঠে ক্রিকেটাররা কবে ফিরবেন সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের।

আরও পড়ুন