আন্তর্জাতিক, আমেরিকা

গর্ভবতী নারীদের ভ্রমণে যুক্তরাষ্ট্রে নতুন নিয়ম চালু 

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ১১:৩২:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন পররাষ্ট্র দফতর গর্ভবতী নারীদের শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য আমেরিকায় ভ্রমণ ঠেকাতে নতুন কিছু নিয়ম চালু করেছে।

বার্থ ট্যুরিজম বা জন্মগত পর্যটন থামাতে গর্ভবতী নারীদের ভ্রমণের সময় আজ থেকে নতুন নিয়ম চালু করলো যুক্তরাষ্ট্র। নীতিটি শুক্রবার থেকে কার্যকর হয় এবং "বার্থ ট্যুরিজম" বা জন্ম দেয়ার উদ্দেশ্যে ভ্রমণ নামে পরিচিত এই বিধিকে একটি কঠোর ব্যবস্থা হিসাবে মনে করা হচ্ছে।

এই নিয়মের কারণে গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় প্রমাণ দিতে হতে পারে যে, তারা যুক্তরাষ্ট্রের মাটিতে সন্তান জন্ম দিতে নয়, বিশেষ কোনও কারণেই দেশটিতে ভ্রমণ করছেন। বার্থ ট্যুরিস্ট এমন সব ব্যক্তি, যারা সন্তান প্রসবের জন্য বিদেশ ভ্রমণ করে থাকেন। এর পেছনে উদ্দেশ্যই থাকে, বিদেশের মাটিতে জন্মগ্রহণের মাধ্যমে তাদের সন্তানরা যেন ওই দেশের নাগরিকত্ব পেতে পারে।  

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী দেশটিতে জন্মগ্রহণকারী সবাইকে নাগরিকত্ব অর্জনের নিশ্চয়তা দেয়া হয়েছে। তবে ট্রাম্প বরাবরই এই নিয়মের কারণে বার্থ ট্যুরিজমের বিরোধী। 
 

আরও পড়ুন