বাংলাদেশ, অর্থনীতি, জেলার সংবাদ

চট্টগ্রামে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ০৪:১৭:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের খুচরা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকালে নগরীর কাজিরদেউরী ও কর্ণফুলী বাজারে অভিযান চলিয়ে এ জরিমানা আদায় করা হয়।  বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল, ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ে উপসচিব মো: সেলিম হোসেন বলেন, খুচরা বাজারে পেঁয়াজের মূল্য একশ’ টাকার মধ্যে বিক্রির নির্দেশনা দেয়া হলেও অনেকে সেটা মানছে না।  তাই অভিযান চালানো হচ্ছে।

এর আগে দেশের প্রধান পাইকারী বাজার খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তগুলোতে টানা চার দিন অভিযান চালানো হয়।

আরও পড়ুন