লাইফস্টাইল, বিজ্ঞান ও প্রযুক্তি

চায়ের সঙ্গে খাওয়া যাবে কাপও!

ইসতিয়াক হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে অক্টোবর ২০১৯ ১২:৪২:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বব্যাপী পরিবেশবাদী আন্দোলনের অংশ হিসেবে নিত্যনতুন উপায় খুঁজে বের করছে মানুষ। লক্ষ্য একটাই পরিবেশদূষণ ঠেকানো। সে রকমই এক উদ্যোগ নিয়েছে একটি সংস্থা। তারা তৈরি করেছে এমন একটি চায়ের কাপ, যা খেয়ে ফেলা যাবে। 

অভিনব এমন জিনিস আবিষ্কার করে চমকে দিয়েছে ভারতের হায়দ্রাবাদের একটি সংস্থা। সংস্থাটি এমন একটি চায়ের কাপ তৈরি করেছে, যা খেয়ে ফেলা যায়। শুনে অবাক হলেও এটাই সত্যি। কাপে থাকবে চা। আর সেই চা শেষ হওয়ার পর কড়মড় করে খেয়ে ফেলতে পারবেন কাপটা। ঠান্ডা বা গরম, যে কোন পানীয় খাওয়া যাবে সেই কাপে।

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই সংস্থাটি এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক অশোক কুমার। তিনি জানান,প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়েছে কাপটি। এর নাম দেয়া হয়েছে ‘ইট কাপ’। যেসব জিনিস দিয়ে চায়ের কাপ সাধারণত বানানো হয়, তা কমানোর জন্যই এ অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন অনেক ক্ষেত্রে কাগজের কাপ ব্যবহার করা হয়, আর তার জন্য গাছ কাটার প্রয়োজন হয়। তাই নতুন এই চায়ের কাপ।

এ উদ্যোগের ফলে গাছ কাটার পরিমাণ কমে যাবে, সেই সঙ্গে মানুষের স্বাস্থ্যও হুমকির মুখে পড়বে না।

আরও পড়ুন