ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিতের লড়াইয়ে ম্যানসিটি-পিএসজি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০১:২৯:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের ২য় লেগে ম্যানসিটির মাঠে অতিথি পিএসজি। ম্যাচ শুরু হবে রাত ১টায়। প্রথম লেগে হোম ম্যাচে সিটিজেনদের কাছে ২-১ গোলে হেরে ফাইনালের পথ কঠিন করেছে ফরাসি জায়ান্টরা।

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা নিয়ে ইমোশনাল দু'দলই। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বে নাম লেখানো হয় কোন দলেরই। এবার লিগ শিরোপা উৎসবের অপেক্ষায় থাকা ম্যানসিটির রেকর্ড গড়ার সুযোগ। সেমিফাইনালের প্রথম লেগে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এগিয়ে ইপিএল টেবিল টপাররা। ইতিহাদ স্টেডিয়ামে হোম ম্যাচের প্রিভিলেজতো আছেই; সিটিজেনদের প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর মিশনে এগিয়ে পেপ গার্দিওলা। দলে নেই ইনজুরি টেনশন, ফাইনালে খেলার রেকর্ড গড়তে মুখিয়ে বের্নাদো সিলভা, কেভিন ডি ব্রুইনা, ফিল ফোডেন, রিয়াদ মাহারেজরা।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার ইতিহাস গড়তে কোন আবেগকে প্রশ্রয় নয়; শুধু নিজেদের খেলায় মনোযোগি হওয়ার টোটকা গার্দিওলার। ম্যানসিটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা না জিতলেও দুই দুইবার বার্সেলোনাকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বে উৎসবে ভাসিয়েছেন কোচ গার্দিওলা। এবার সিটিজেনদের প্রায় নিশ্চিত ফাইনাল কোনভাবেই ঝুঁকিতে ফেলতে রাজি নন স্প্যানিয়ার্ড বস।

প্যারিস থেকে ম্যানচেস্টার; নতুন ভেন্যুতে নতুন ম্যাচ। ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে সিটিজেনদের মাঠে জিততে হবে বড় ব্যবধানে। প্রথম লেগে হোম ম্যাচে ২-১ এ সিটিজেনদের কাছে হেরে সমীকরণ কঠিন করেছে প্যারিসিয়ানরা। অ্যাওয়ে ম্যাচ জিতেই ফাইনাল খেলবে প্যারিনিয়ানরা; কনফিডেন্ট নেইমার-ডি মারিয়ারা।

কাফ ইনজুরিতে পিএসজির টপ স্কোরার কিলিয়ান এমবাপ্পে; মিস করেছেন লিগ ওয়ানে লেনসের বিপক্ষে ম্যাচ। ব্যক্তিগত অনুশীলনে নামলেও ইতিহাদের বেস্ট ইলেভেনে এমবাপ্পেকে খেলানো হবে কিনা সেটা নিশ্চিত করেননি বস মাওরিসিও পচেত্তিনো।

ইউরোপিয়ান প্রতিযোগিতায় এর আগে দু'দলের চারবারের দেখায় দু'বার জিতেছে ম্যানসিটি। কোনবারই জিততে পারেনি পিএসজি, ড্র করেছে দুই ম্যাচ।

আরও পড়ুন