রাজধানী, সংস্কৃতি, বইপত্র

জমে উঠছে অমর একুশে গ্রন্থমেলা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৩রা ফেব্রুয়ারি ২০২০ ১০:০৪:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জমে ওঠতে শুরু করেছে অমর একুশে গ্রন্থমেলা। পাঠকরা স্টলগুলোতে সন্ধান করছেন বিখ্যাত লেখকদের নতুন বই। তবে আঙ্গিক ও পরিসর বাড়ানোর পাশাপাশি এবার স্টলগুলোতে থাকছে বঙ্গবন্ধুর ছোঁয়ায়।

সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এবার ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। তবে, অধিবর্ষ হিসেবে এবার বইমেলা থাকছে ২৮ দিন। এরই মধ্যে পাঠক দর্শনার্থীতে জমে ওঠতে শুরু করেছে মেলা প্রাঙ্গণ। বইমেলার ২য় দিনে নতুন বই জমা পড়েছে ৩৭টি।

এবারে লেখক মঞ্চ বর্ধিত করা ছাড়াও স্টলের সাজসজ্জায় বঙ্গবন্ধুর ছবিসহ বেশ কিছু নতুন থিম সংযোজন করা হয়েছে। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এরই মধ্যে ২৮টা বই প্রকাশের কথা জানিয়েছে বাংলা একাডেমি।

এদিকে, চীন সফরের অভিজ্ঞতা নিয়ে বঙ্গবন্ধুর 'আমার দেখা নয়া চীন' বইটি এরই মধ্যে ৫০০ কপি বিক্রি হয়েছে বলেও জানান তারা।

এছাড়া, বিখ্যাত লেখকদের বইয়ের দোকানগুলোতে দেখা গেছে বিশেষ ভিড়। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্রকাশনা পেন্সিলের স্টলে দেখা গেছে বেশ উপস্থিতি।

আরও পড়ুন