ভ্রমণ, জেলার সংবাদ

জলে ভাসা গ্রাম সোয়াম ভিলেজ অন্তেহরি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই অক্টোবর ২০১৯ ১০:৩২:০৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ছয় মাস জলের ওপর ভেসে থাকা একটি গ্রাম। নাম সোয়াম ভিলেজ অন্তেহরি। মৌলভীবাজারের এই জলেভাসা প্রান্তরটি পর্যটনে নতুন সম্ভাবনা।

সোয়াম ভিলেজ অন্তেহরি। চারপাশে বিস্তৃর্ণ জলরাশির মধ্যে ছোট ছোট ঘর-বাড়ি। জলের উপর ভাসমান হিজল, তমাল, করচ গাছের সারি। সবুজ গাছে গাছে পাখির কলতান। আর, জলে ভাসা নানা রঙের শাপলা ফুলের দৃশ্য।

মৌলভীবাজার শহর থেকে ২৩ কিলোমিটার দূরে রাজনগরের কাউয়াদীঘি হাওড়ের একপাশে অবস্থিত এটি। যা ইতিমধ্যে পর্যটকদের মন কেড়েছে। প্রকৃতির অপার লীলা দেখতে দূর-দূরান্ত থেকে আসছেন ভ্রমনপিপাসুরা।

পরিকল্পনা করে, একটু যত্ন নিয়ে সাজালে অন্তেহরি গ্রামটি সিলেটের রাতারগুলের মতো উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হতে পারে বলে মনে করেন দর্শনার্থীরা।

আর, পর্যটকদের আকর্ষণ করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

অন্তহেরিতে পর্যটকবান্ধব পরিবেশ সৃষ্টি করতে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর।

আরও পড়ুন