জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে নেই চিরচেনা সেই রূপ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ১০:৩০:২৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের সব আনুষ্ঠানিকতা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদাযাপনের ঠিক এক বছর আগে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয়ার ৪৯তম বার্ষিকীতে মহান স্বাধীনতা দিবস উদযাপনে নেই চিরচেনা সেই রূপ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে স্বাধীনতা দিবসের সব আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে। প্রতিবছর জাতীয় এ দিবস উদযাপনে নেয়া হয় নানা কর্মসূচি এবং আনুষ্ঠানিকতা। কিন্তু, এবার তার কিছুই নেই।

প্রতিবছর জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসের শুভ সূচনা করা হয় তোপধ্বনির মাধ্যমে। কিন্তু, বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা মহামারির পরিস্থিতিতে স্বাধীনতার উৎসব ও আয়োজন নেই এবার। সাভারে জাতীয় স্মৃতিসৌধ জনমানবশূন্য।

স্বাধীনতা দিবসের সব অনুষ্ঠান আগেই বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে গণঅভ্যর্থনা এবং রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

আরও পড়ুন