আন্তর্জাতিক, ভ্রমণ, এশিয়া

জাপানে ৫শ' বছরের পুরনো প্রাসাদে আগুন

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০১৯ ১২:১৮:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাপানের দক্ষিণাঞ্চলে ওকিনাওয়া দ্বীপে পাঁচশ’ বছরের পুরনো শুরি প্রাসাদে আগুন লেগেছে।

এতে ধ্বংস হয়ে গেছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী প্রাসাদটির মূল অবকাঠামো।

বৃহস্পতিবার ভোরে কাঠের তৈরি শুরি প্রাসাদে আগুন লাগার পর থেকেই দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আগুনে প্রাসাদের প্রধান ভবনের পাশাপাশি উত্তর ও দক্ষিণের কাঠামোগুলোও পুড়ে ছাই হয়ে গেছে।  আগুনে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।  আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

পাঁচশ বছর আগে রুকিউ রাজবংশের আমলে কাঠের এই প্রাসাদটি তৈরি করা হয়েছিল। ১৯৩৩ সালে প্রাসাদটিকে জাপানের জাতীয় সম্পদের মর্যাদা দেওয়া হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপটিতে এক লড়াইয়ের সময় প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল।  তারপর বর্তমান স্থাপনাটি পুনর্নির্মাণ করা হয়।

আরও পড়ুন