ধর্ম, জাতীয়

'জুমার নামাজের সুন্নত ও নফল বাসা থেকে পড়ে আসুন'

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২০শে মার্চ ২০২০ ১২:৪৫:৩৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা সংক্রমণ রোধে দেশবাসীকে জুমার নামাজের সুন্নত ও নফল বাসা থেকে পড়ে আসার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শুক্রবার (২০শে মার্চ), করোনাভাইরাস পরিস্থিতিতে জরুরি এই নির্দেশনার কথা জানায় ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিসহ কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিগণ ঘরে জোহরের নামাজ পড়ুন।

এর আগে মঙ্গলবারও এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করতে বিদেশ ফেরত, করোনার লক্ষণযুক্ত এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থদের মসজিদসহ জনসমাগম পরিহারে পরামর্শ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া ইসলামি ফাউন্ডেশনের অনুরোধে সব মসজিদে জুমার খুতবায় বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা এবং করোনাভাইরাস থেকে হেফাজতের জন্য বিশেষ দোয়া করেন খতিব ও ইমামরা।  

আরও পড়ুন