জেলার সংবাদ

ঝিনাইদহে বিএসএফ'র গুলিতে বাংলাদেশি নিহত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই নভেম্বর ২০১৯ ০৩:৪১:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএসএফ এর গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে শীলগেটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সুমন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানায়, জেলার মহেশপুর সীমান্তে ভোরে ভারতের ভেতর থেকে সুমনসহ কয়েকজন গরু নিয়ে ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সুমন।

নিহতের মরদেহ পাখিউড়া বিএসএফ ও হাসখালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। মরদেহ ফেরত আনা ও ঘটনার প্রতিবাদ জানাতে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের জন্য যোগাযোগের চেষ্টা চলছে। চলতি মাসের ৩ তারিখে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকায় বিএসএফ এর গুলিতে আব্দুর রহিম নামে আরেক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন।

আরও পড়ুন