ক্রিকেট

টার্গেট না জেনেই ব্যাটিং করেছি আমরা: রিয়াদ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে মার্চ ২০২১ ০৭:২২:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জিততে হলে কত করতে হবে, ম্যাচে টার্গেট কত? কিছু না জেনেই নিরুদ্দেশ যাত্রা করেছে টাইগাররা।

মঙ্গলবার ২য় টি টোয়েন্টিতে হারের পর এমন কথাই বলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ টি টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, বৃষ্টি আইনে আমাদের লক্ষ্য কত হবে, সেটি নিয়ে ধোয়াশা ছিল, আমরা জানতাম না টার্গেট আসলে কত। না জেনেই ব্যাটিং শুরু করি। তবে শুধু টার্গেটইতো ব্যাপার না। বৃষ্টি হচ্ছিল। যে কোন সময় আবার খেলাটা বন্ধ হতে পারতো। তখন আবারো নতুন টার্গেট আসতো। ডিএলের একটা কপি তাই আমাদের দেয়া উচিত ছিল। সেটা হাতে পাইনি দেখেই আবারো বন্ধ হয় খেলা।

তিনি আরও বলেন, প্রথম পাঁচ ওভার আমরা ট্র্যাকেই ছিলাম। তবে আমরা যথেষ্ট ভাল করতে পারিনি। নাইম এবং সৌম্য সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে। আমরা যে বলগুলো মিস করেছি, তা পুষিয়ে নিতে পারিনি। এমন কিছু সম্ভাবনা রয়েছে যা আমাদের কাজে লাগাতে হবে এবং আমরা একটি জয় পেতে পারি। তাসকিন একটি দুর্দান্ত ক্যাচ নিয়েছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। টি-২০তে কখনো কখনো আপনি খুব ভাল শুরু করেন, কখনো কখনো খারাপ। তবে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগেই আপনাকে শেষ করতে হবে।

আরও পড়ুন