ক্রিকেট

দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত যুব টাইগারদের

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

রবিবার ৬ই অক্টোবর ২০১৯ ০৪:৩৯:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে এখনো পর্যন্ত সব ম্যাচেই জয়লাভ করেছে জুনিয়র টাইগাররা। 

নিউজিল্যান্ড সফর একেবারেই সুখকর ছিল না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। কখনো একটু আফসোসের উপলক্ষ তৈরি হলেও অধিকাংশ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে সিনিয়র টাইগারদের। তবে এবারের অনুর্ধ্ব-১৯ দল যেন সম্পূর্ণ উল্টো।

মাহামুদুল হাসানের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় ওয়ানডেতে জিতে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তরুণ টাইগারদের কাছে কিউইরা হেরেছে ৮ উইকেটে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৩ রান তোলে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। জবাবে ৩৭ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশের যুবারা।

আগে ব্যাট করতে নেমে ৬ রানে আউট হন ক্যাপ্টেন ওজে হোয়াইট। ওপেনার ভিশভাকা রান-আউটে কাটা পড়েছেন ব্যক্তিগত ১০ রানে।একপ্রান্তে লেলম্যান টিকে থাকলেও বাকিরা ছিলো আসা যাওয়ার মধ্যেই। টাসকফের ব্যাটে ২০ আর শেষ দিকে ডিকসন করেন অপরাজিত ২৩ রান।  শেষ পর্যন্ত ১১৬ রানে নট-আউট থাকেন লেলম্যান। দুটি কোরে উইকেট নেন তানজিদ, অভিষেক দাস ও হাসান মুরাদ।

জবাবে অনিক সরকার ব্যক্তিগত এক রানে ফিরলেও সমস্যা হয়নি। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও মাহমুদুল হাসান জয় ৯০ রানের জুটি গড়েন। তানজিদ আউট হওয়ার আগে করেন ৬৫ রান। এরপর মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয় ১২৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১০৩ রানে অপরাজিত থাকেন জয়। ৫১ রানে নট-আউট তৌহিদ হৃদয়।

এই জয়ে ৩-০ লিডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন