খেলাধুলা, ক্রিকেট

দেশবাসীর খুশিতে উদ্বেলিত শরীফুল

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২০ ০৭:৪৩:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাত্র ১৮ বছর বয়সেই দুর্দান্ত গতিতে বোলিং করে নজর কেড়েছেন সবার।বিশ্বজয়ী যুব টাইগার স্কোয়াডের তরুন ফাস্ট বোলার শরীফুল ইসলাম বলছে দায়িত্ব এখন বেড়ে গেছে অনেক। ঝরে যেতে নয় বরং দিনে দিনে নিজের খেলার আরো উন্নতিতেই পাখির চোখ করেছেন শরীফুল।

৬ ফুট ৩ ইঞ্চি লম্বা। উচ্চতার কারণে এমনিতেই আলাদা করে নজর পড়ে তার উপর। এর মধ্যে বাহাতি ফাস্ট বোলার শরীফুল যেভাবে বল করছেন তাতে তাকে মনেই ধরেছে সারা বিশ্বের ক্রিকেট বোদ্ধাদের।

মাস খানেক আগেও ছিলেন সবার অচেনা। আজ ভাসছে পুরো দেশ, পুরো ক্রিকেট বিশ্বের প্রশংসায়। তাতেই সব পাওয়া হয়ে যায়নি বলছেন পঞ্চগড়ের ছেলেটার। চোখ তার বহূদূরে।

যুব বিশ্বকাপের ফাইনালে তার জোড়া আঘাতে এলোমেলো ভারতের ব্যাটিং লাইন। ম্যাচ শেষে বিশ্ব জয়ের আনন্দ সেরেছেন। তবে অধরা ট্রফিটা যে জিতেছেন সেটার আসল উপলব্ধি নাকি হয়েছে দেশে ফিরেই।

আন্ডার সেভেনটিন থেকেই গতির কারণে আলোচিত শরীফুল। বিশ্বকাপে আরো ক্ষিপ্র।

নিজের গতিতে আরো সান দিতে সময়টাকে এখন থামিয়ে না রেখে দুর্বার গতিতে এগিয়ে নিতে প্রত্যয়ী শরীফুর। জাতীয় পতাকা হাতে ২২ গজে বারবার যে আবেগাপ্লুত হতে চান।

আরও পড়ুন