বাংলাদেশ, জাতীয়, রাজধানী

দেশেজুড়ে কঠোর বিধিনিষেধের ১৯তম দিন আজ 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২রা মে ২০২১ ১০:২৩:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দেশেজুড়ে কঠোর বিধিনিষেধের ১৯তম দিন আজ। গণপরিবহণ ছাড়া সব ধরনের যানবাহনই চলাচল করছে রাজধানীর সড়কগুলোতে।

কঠোর বিধিনিষেধেও রাজধানীতে আগের তুলনায় চাপ বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার। দোকানপাট ও মার্কেট চালু থাকায় মানুষের চাপও বেড়েছে।

তবে গণপরিবহণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বেশি ভাড়া হলেও সিএনজি অটোরিকশাই মানুষের ভরসা। আর স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও মানুষের মাঝে শিথিলতা লক্ষ্য করা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও জানালেন, কঠোর বিধিনিষেধ চললেও রাস্তায় মানুষ ও যানবাহনের সংখ্যা বেড়েছে।  

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ১১ হাজার ৫১০ জনের।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৫২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬০ হাজার ৫৮৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন