রাজধানী, টেলিভিশন

দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই জানুয়ারী ২০২১ ০৮:৩৮:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রত্যন্ত অঞ্চলের বিরল প্রতিভাকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো 'জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভা'।

এ উপলক্ষ্যে সকালে রাজধানীতে ডেইলি স্টার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, টাইটেল স্পন্সর জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালক মোহাম্মদ আব্দুল আহাদ এসময় উপস্থিত ছিলেন।

এ আয়োজনে বিচারক হিসেবে থাকবেন নাট্যজন সালাহ উদ্দিন লাভলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহের আফরোজ শাওন এবং সংগীতশিল্পী হৃদয় খান। নাচ, গান, আবৃত্তি, চিত্র শিল্পসহ যে কোনো বিষয়ে প্রতিভা তুলে ধরার সুযোগ থাকছে এই রিয়েলিটি শো'তে।

মাল্টি ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শো 'অনন্য প্রতিভা'য় অংশগ্রহণ করতে রেজিস্ট্রেশন করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। স্যাটেলাইট টেলিভিশন এনটিভি শো'টি সম্প্রচার করবে।

আরও পড়ুন