বাংলাদেশ, জেলার সংবাদ

পঞ্চগড়ে পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৬শে মার্চ ২০২০ ১০:৩৯:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরী বানিয়াপাড়া এলাকার ফসলি জমি থেকে একটি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

হ্যান্ড গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই এলাকার কৃষক আনিছুর রহমান তার বর্গা নেয়া জমিতে পাট চাষ করার জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিলেন। জমি চাষের এক পর্যায়ে ওই হ্যান্ড গ্রেনেড উঠে আসে। ধাতব বস্তু ভেবে ওই কৃষক সেটি বাড়িতে নিয়ে আসেন। পরে স্থানীয় কয়েকজন সেটিকে বোমা হিসেবে সন্দেহ করলে পুলিশে খবর দেয়া হয়।

পঞ্চগড় থানার উপপরিদর্শক হিরন্ময় চন্দ্র রায় ঘটনাস্থলে গিয়ে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে থানায় এনে বালু ও পানিভর্তি বালতিতে ডুবিয়ে রাখেন।

পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাস আহমদ বলেন, এটি একটি পরিত্যক্ত হ্যান্ড গ্রেনেড। এক কৃষক সেটি তার জমিতে পেয়ে আমাদের খবর দিলে আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। এটি অনেক পুরনো একটি হ্যান্ড গ্রেনেড। এ বিষয়ে রংপুর সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে জানানো হবে। তারা এসে পরীক্ষা নীরিক্ষা করে বিস্তারিত বলতে পারবেন।

আরও পড়ুন