আন্তর্জাতিক, পাকিস্তান

পাকিস্তানে টিএলপি নেতা আটক, সহিংসতায় নিহত ৩

আবু বকর

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই এপ্রিল ২০২১ ১২:৪১:০৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) এর প্রধান সাদ হুসেইন রিজভিকে আটকের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ এপ্রিল) এই বিক্ষোভে এক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে বিক্ষোভকারীরা। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশসহ আরও ৭৪ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঞ্জাবের বিভিন্ন মহাসড়কগুলো বন্ধ করেছে কর্তৃপক্ষ। করাচি, লাহোর, ফয়সলাবাদসহ বেশ কিছু শহরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়।

এর আগে সোমবার টিএলপি'র প্রধান সাদ হুসেইন রিজভিকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার তার বিরুদ্ধে জঙ্গিবাদ ও হত্যা মামলা দায়ের করা হয়। গত বছর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ইসলাম বিদ্বেষী মন্তব্যের জেরে ২০শে এপ্রিলের মধ্যে ফরাসি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের দাবি করেন সাদ হুসেইন রিজভি।  দাবি মানা না হলে বিক্ষোভের ডাক দিয়ে ভিডিও প্রকাশ করেন সাদ। এ ঘটনার পর তাকে আটক করে পুলিশ।

আরও পড়ুন