করাচিতে বিমান বিধ্বস্ত

পাকিস্তানে বিমান বিধ্বস্ত, ৬৬ জনের মরদেহ উদ্ধার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে মে ২০২০ ০৪:৩৬:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণের সময় ৯৯ আরোহীসহ একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

এ পর্যন্ত ৬৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া, জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে। বিমানটি বিধ্বস্ত হওয়া আবাসিক এলাকায় আহত অন্তত ৩০ বাসিন্দাকে হাসপাতালে নেয়া হয়েছে। শুক্রবার (২২শে মে) করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। মডেল কলোনি নামের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় সেটি।

পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-পিআইএ'র প্রধান জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এয়ার ফ্লাইট কন্ট্রোলকে যান্ত্রিক ত্রুটির কথা  জানান পাইলট। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে একটি মোবাইল টাওয়ারে ধাক্কা লেগে কয়েক কিলোমিটার দূরে গিয়ে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এয়ারবাসের এ থ্রি টোয়েন্টি মডেলের বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিলো। বিমানটিতে ৯১ যাত্রী ও ৮ জন ক্রু ছিলো। পাকিস্তানের গণমাধ্যম টুয়েন্টি ফোর নিউজের প্রোগ্র্যামিং পরিচালক এবং ব্যাংক অফ পাঞ্জাবের প্রেসিডেন্ট বিমানটির যাত্রী ছিলেন। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

 

 

  

আরও পড়ুন