আন্তর্জাতিক, আরব

পাকিস্তান ও ভারতে ফ্লাইট বাতিল করলো সৌদি আরব

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই মার্চ ২০২০ ০৭:২৭:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তান ও ভারতসহ আরও কয়েকটি দেশে সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব। এছাড়া, এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর সৌদি আরব এ ব্যবস্থা নিল।

ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, শ্রীলংকা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, কেনিয়া এবং সোমালিয়াকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এসব দেশ থেকে কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

এদিকে, প্রতিবেশী জর্দানের সঙ্গে স্থল ক্রসিং বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। তবে বাণিজ্যিক এবং কার্গো যানবাহন চলাচলের অনুমতি বহাল আছে। এছাড়া, চরম মানবিক বিষয়গুলো বিবেচনায় নেবে সৌদি কর্তৃপক্ষ। অবশ্য নিষেধাজ্ঞার আওতায় আসবেন না ভারত এবং ফিলিপাইনের স্বাস্থ্যকর্মীরা। এরইমধ্যে সৌদি আরবে ৪৫ ব্যক্তিকে করোনাভাইরাসে সংক্রমিত রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন