জেলার সংবাদ, অন্যান্য ধর্ম

পালিত হচ্ছে শুভ প্রবারণা পূণির্মা

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ৩১শে অক্টোবর ২০২০ ১২:২৫:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যথাযথ ধর্মীয় গাম্ভীর্য ও মর্যাদায় খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মালম্বীরা শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন করছেন।

শনিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ির প্রধান প্রধান বৌদ্ধ বিহারগুলোতে পন্ডিদান, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, চুরাশি হাজার বাতি দানসহ অন্যান্য দানানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোর রাত হতে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানের ব্যাঘাত ঘটে।

খাগড়াছড়ি জেলা সদরের আর্যপুর বন বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়। বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদ্দজি মহাস্থবির এই অনুষ্ঠানে পৌরহিত্ব করেন। সকালে পিন্ডদান, বুদ্ধমূতি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান অনুষ্ঠিত হয়। বিকালে ৮৪ হাজার বাতি ও ফানুস উড়ানো হবে।

প্রবারণা পূর্ণিমার মাধ্যমে বৌদ্ধদের গুরুত্বপূর্ণ তিন মাসব্যাপী বর্ষাবাস শেষ হয়। এরপর থেকে পরবর্তী এক মাস সময়ব্যাপী কঠিন চিবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন