শিক্ষা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু রবিবার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ১৬ই নভেম্বর ২০১৯ ০৯:০২:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রবিবার (১৭ই নভেম্বর) থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি ও ইবতেদায়ী পরীক্ষা।

এবার প্রাথমিকে পরীক্ষার্থী ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন এবং ইবতেদায়ীতে তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন।

গতবারের চেয়ে এবার প্রাথমিকে দুই লাখ ২৩ হাজার ৬১৫ জন পরীক্ষার্থী কম। তবে, ইবতেদায়ীতে ৩০ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থী বেশি। ১৭ই নভেম্বর শুরু হয়ে পরীক্ষা চলবে ২৪শে নভেম্বর পর্যন্ত।

মোট ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হবে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

সারাদেশে সর্বমোট ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে, দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

আরও পড়ুন