আন্তর্জাতিক, আমেরিকা

প্রায় দু'সপ্তাহ ধরে হাইড্রোক্সি-ক্লোরোকুইন নিচ্ছেন ট্রাম্প

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মে ২০২০ ০৮:৫৯:০৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা প্রতিরোধে প্রায় দু'সপ্তাহ ধরে হাইড্রোক্সি-ক্লোরো-কুইন গ্রহণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা জানান। শুধু তাই নয়, সবাইকে ম্যালেরিয়ার ওই ওষুধ নিতে আহ্বান জানান। ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্রে করোনা প্রতিরোধে চিকিৎসক, নার্সসহ সম্মুখ সারির যোদ্ধারা হাইড্রোক্সি-ক্লোরো-কুইন নিচ্ছেন। যদিও ট্রাম্পের নিজ প্রশাসনের কর্মকর্তারাই এটি গ্রহণে কাউকে সম্মতি দেননি।

করোনা প্রতিরোধে হাইড্রোক্সি-ক্লোরো-কুইনের কার্যকারিতা এখনো প্রমাণ হয়নি। এছাড়া এ ওষুধের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।

এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে ট্রাম্প আবারো বলেন, সংস্থাটি চীনের হাতের পুতুল হয়ে কাজ করছে।

আরও পড়ুন