অন্যান্য খেলা, নারী

বঙ্গমাতা ভলিবলে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৯ই নভেম্বর ২০১৯ ০৯:২৪:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকায় পর্দা উঠলো প্রথম বঙ্গমাতা আন্তর্জাতিক ভলিবলের। যেখানে যাত্রা শুরু হলো বাংলাদেশের নারী ভলিবল দলেরও।

আসরের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। শনিবার, বঙ্গমাতা এশিয়ান সিনিয়র ওমেন্স সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমীন চৌধুরী।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ আর আফগানিস্তান নারী ভলিবল দল। আফগানদের বিপক্ষে দাপট দেখিয়েই ৩-০ সেটে জিতে মিশন শুরু করেছে বাংলাদেশ।

টুর্নামেন্টে বাংলাদেশ ও আফগানিস্তান ছাড়াও অংশ নিচ্ছে কিরগিজিস্তান, মালদ্বীপ ও নেপাল। আসরের পর্দা নামবে ১৪ই নভেম্বর। লিগ পদ্ধতিতে দলগুলো খেলবে একে অন্যের সঙ্গে। শীর্ষ দুই দল মুখোমুখি হবে শিরোপা লড়াইয়ে।

আরও পড়ুন