জাতীয়, ভারত

বাংলাদেশকে ৩০ হাজার মাস্ক ও ১৫ হাজার হেড কভার দিয়েছে ভারত

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে মার্চ ২০২০ ০৭:২৬:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মোকাবিলায় বাংলাদেশকে মেডিক্যাল ইক্যুপমেন্ট দিল ভারত।

বাংলাদেশকে করোনাভাইরাস মোকাবেলায় ৩০ হাজার মাস্ক ও ১৫ হাজার হেড কভার দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বুধবার দুপুরে, এক বিডিও বার্তায় একথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ  পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এই সহায়তা হস্তান্তর করেন।

ভারতীয় হাইকমিশনের এক ‌বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং কভিড-১৯ এর বিস্তাররোধ করার জন্য একটি সমন্বিত আঞ্চলিক উদ্যোগ নিতে ১৫মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য সার্ক নেতৃবৃন্দ ভিডিও সম্মেলন করেন। এ অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে ২৫ মার্চ ভারত ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেডকভার বাংলাদেশ সরকারের কাছে সহায়তা হিসেবে হস্তান্তর করেছে। এসব সামগ্রী কোভিড-১৯ এর বিস্তার মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সহায়ক হবে। 
 
এই সহায়তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত কোভিড-১৯ জরুরি তহবিল থেকে দেওয়া প্রাথমিক সরবরাহ। শুরুতে ভারতের এক কোটি মার্কিন ডলার সহায়তা নিয়ে কোভিড-১৯ জরুরি তহবিল গঠিত হয়। পরে বাংলাদেশ সরকারসহ সার্কের বিভিন্ন দেশ কোভিড-১৯ জরুরি তহবিলে অবদান রেখেছে

আরও পড়ুন