আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া, অন্যান্য

করোনায় একদিনে প্রাণহানি ছয় হাজার সাতশ ৯২ জনের

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই ফেব্রুয়ারি ২০২১ ০৭:৪৫:২৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বে করোনায় একদিনে প্রাণ হারিয়েছে ছয় হাজার সাতশ ৯২ জন। একদিনে শনাক্ত দুই লাখ ৯০ হাজারের বেশি। করোনায় বিশ্বে এখন পর্যন্ত মোট মৃত্যু ২৪ লাখ ১১ হাজার। বিশ্বে মোট শনাক্ত ১০ কোটি ৯৩ লাখ ৮২ হাজার ছাড়িয়েছে।

কঠোর বিধি নিষেধ সত্ত্বেও ব্রিটেনের করোনার নতুন ধরণ শনাক্ত হয়েছে নিউজিল্যান্ডে । অকল্যান্ডে আরোপ করা হয়েছে কঠোর লকডাউন। দেশটির সঙ্গে কোয়ারেন্টিন ছাড়া ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

এদিকে করোনা শনাক্তের হার কমলেও এখনই বাধ্যতামূলক মাস্ক ব্যবহারের সিদ্ধান্ত  শিথিল করা ঠিক হবে না বলে সতর্ক করেছে  যুক্তরাষ্ট্রের রোগ  নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র। জুনের শেষ নাগাদ দেশটিতে করোনায় ছয় লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করা হয়েছে। অ্যামাজনের প্রত্যন্ত গ্রাম গুলোতে টিকাদান শুরু করেছে ব্রাজিল।

আরও পড়ুন