বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

বেশী দামে পন্য বিক্রি করায় চার প্রতিষ্ঠানকে জরিমানা 

জয়পুরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

শনিবার ২১শে মার্চ ২০২০ ০৪:০৪:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা ভাইরাসের প্রভাবে জয়পুরহাটের বাজারে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে প্রশাসন।

জয়পুরহাট পৌর শহরের পূর্ব বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে  অতিরিক্তি মূল্য নেওয়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মিল্টন চন্দ্র রায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মিল্টন চন্দ্র রায় জানান, করোণা ভাইরাস আতঙ্কে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় শুরু করে,এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা বেশী দামে পণ্য বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোল্লা ট্রেডার্স, জনতা স্টোর, জাহানারা স্টোর, বাবু স্টোর নামের চার প্রতিষ্ঠানকে ১২ হাজার৫ শত টাকা জরিমানা করা হয়।

এসময় জেলা বাজার কর্মকর্তা রতন কুমার রায়, সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)সুজন মিয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন