আন্তর্জাতিক, ইউরোপ

ব্রেক্সিট চুক্তি নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে ইইউ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ০২:২২:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এই সপ্তাহের শেষে ব্রেক্সিট চুক্তি সম্ভব কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে একথা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা জানান, ব্রেক্সিট পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবেই রবিবার দুই নেতার মধ্যে টেলিফোনে এ কথোপকথন হয়। এসময় ইউরোপীয় ইউনিয়নের মূলনীতি মেনে সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষেরই ব্রেক্সিট আলোচনা চালিয়ে যাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন ম্যাক্রোন।

ম্যাক্রোঁকে জনসন বলেন, সময়সীমা শেষ হওয়ার আগেই ব্রেক্সিট নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলেই মনে করেন তিনি; কিন্তু এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নকে অবশ্যই যুক্তরাজ্যের মতই ছাড় দিতে হবে।

এর আগে ব্রেক্সিটের নতুন প্রস্তাব হাজির করা জনসন বলেন, ৩১শে অক্টোবরের পরও ব্রেক্সিট হতে পারে এমন ভাবা ইউরোপীয় ইউনিয়নের উচিত হবে না।  তবে ব্রিটিশ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য ১৯শে অক্টোবরের মধ্যে ব্রেক্সিট বিষয়ক কোনো চুক্তিতে একমত হতে না পারলে ব্রেক্সিট কার্যকরের মেয়াদ বাড়াতে জনসনকেই ইউরোপীয় ইউনিয়নের দ্বারস্থ হতে হবে বলে জানিয়েছে বিবিসি।

ফ্রান্সের রাজনীতিবিদ বার্নিয়ের ২০১৬ সাল থেকেই ব্রেক্সিট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করছেন।

বিবিসি বলছে, চলতি মাসের ১৭ ও ১৮ তারিখে ইউরোপীয় নেতাদের শীর্ষ বৈঠকের মধ্যেই ব্রেক্সিট নিয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে উভয়পক্ষের মধ্যস্থতাকারীদের অনেকগুলো বিষয়ে একমত হতে হবে।

আরও পড়ুন