আন্তর্জাতিক, ভারত

ভারতে এখন কট্টর হিন্দুত্বের দাপট চলছে: অমর্ত্য সেন

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০১৯ ০৭:০৫:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মানুষ ভয়ের মধ্যে আছেন। এটা আগে কখনও দেখিনি। আমি নিশ্চিত ভারতের সরকার আমাদের কথা শুনছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে বলেছেন, বহু ধর্ম ও বহু জাতির দেশ ভারতকে বোঝার মতো মনের প্রসার মোদির নেই। মার্কিন একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এভাবে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে ওই মন্তব্য করেছেন।

অমর্ত্য সেন আক্ষেপ করে বলেন, ভারতে এখন কট্টর হিন্দুত্বের দাপট চলছে। তিনি বলেন, ‘আমরা জন স্টুয়ার্ট মিলের কাছ থেকে বড় যে বিষয়টি জেনেছি তা হল, গণতন্ত্র মানে আলোচনার ভিত্তিতে চলা সরকার। ভোট যেভাবেই গোনো, আলোচনাকে ভয়ের বস্তু করে তুললে তুমি গণতন্ত্র পাবে না।’

অমর্ত্য সেন বলেন, ‘মানুষ ভয়ের মধ্যে আছেন। এটা আগে কখনও দেখিনি। আমার সঙ্গে ফোনেও সরকারের সমালোচনার প্রসঙ্গ উঠলে অনেকে বলছেন, ‘থাক, দেখা হলে বলব। আমি নিশ্চিত ওরা আমাদের কথা শুনছে।’

তিনি বলেন, ‘এটা গণতন্ত্রের পথ নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ কী চান, সেটা বোঝারও পথ এটা নয়। মোদি একজন স্বপ্রতিভ ও সফল রাজনীতিবিদ। কিন্তু আশৈশব তিনি আরএসএস-এর প্রোপাগান্ডায় বিশ্বাসী।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবচেয়ে বড়সাফল্য সম্পর্কে বলতে গিয়ে অমর্ত্য সেন বলেন, ‘(গুজরাটে) গোধরা মামলা থেকে নিজেকে মুক্ত করা মোদির সবচেয়ে বড় সাফল্য। এরফলে ২০০২ সালের যে ঘটনায় হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন, তার পিছনে মোদির একটা ভূমিকা ছিল- ভারতে অনেকে তা বিশ্বাসই করেন না।

আরএসএস-এর সাম্প্রতিক সাফল্যে উদ্বেগ প্রকাশ করে, 'এরআগেও ভারতে হিন্দুত্ববাদীদের তৎপরতা দেখা গেছে। কিন্তু তা ছিল বিচ্ছিন্ন। গত নির্বাচনের পর থেকে পরিস্থিতি বদলে গেছে’ বলেও অমর্ত্য সেন মন্তব্য করেন।

আরও পড়ুন