আন্তর্জাতিক, ভারত

ভারতে করোনার নতুন ধরন শনাক্ত

ময়ূখ

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই ফেব্রুয়ারি ২০২১ ১১:১৩:১৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে দেখা দেয়া করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে।

সম্প্রতি চারজন করোনা আক্রান্তের শরীরে নতুন ধরনের অস্তিত্ব পাওয়া গেছে।  তারা সবাই অ্যাঙ্গোলা, তানজানিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন। এছাড়া ব্রাজিল থেকে আসা একজনের শরীরেও পাওয়া গেছে করোনার নতুন ধরন।  

গত জানুয়ারিতে তারা ভারতে এসেছিলেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ।

এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল থেকে আসা যাত্রীদের আরও বেশি করে পরীক্ষা করা হবে বলছে ভারত সরকার। আক্রান্তদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এছাড়া ভারতে এখন পর্যন্ত ১৮৭ জনের শরীরে করোনার যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরন পাওয়া গেছে।



আরও পড়ুন