ভারত

ভারতে শতাধিক করোনা আক্রান্ত মায়ের সুস্থ সন্তান প্রসব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে মে ২০২০ ১১:৫৭:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শতাধিক অন্ত্বঃসত্তা নারী সুস্থ সন্তান প্রসব করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

মুম্বাইয়ের তিলক জেনারেল হাসপাতালে গত মাসে করোনা আক্রান্ত মায়েদের ১১৫ শিশু জন্ম নিয়েছে। এমনটাই জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। এদের মধ্যে মাত্র তিন শিশুর প্রাথমিকভাবে করোনা সংক্রমণ শনাক্ত হয়। তবে পরবর্তীতে আবার নমুনা পরীক্ষা করা হলে ফল নেগেটিভ আসে। করোনা সংকটের মধ্যেও এই ঘটনাকে আশাব্যঞ্জক হিসেবে দেখা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের অর্ধেকের বেশির প্রসব হয় অস্ত্রোপচারের মাধ্যমে। আর বাকিরা প্রাকৃতিকভাবে সন্তান প্রসব করেন। হাসপাতালটিতে প্রসবের পর আক্রান্ত দুই মায়ের মৃত্যু হয়।

এছাড়া, আরেকজন সন্তান প্রসবের আগেই মারা যান। তবে আক্রান্ত মায়েরা কোথায় এবং কিভাবে সংক্রমিত হন সে বিষয়ে নিশ্চিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন