আন্তর্জাতিক, ভারত

ভারত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ৯ই অক্টোবর ২০১৯ ০৩:৫০:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চলতি সপ্তাহে চেন্নাইয়ে বৈঠক করবেন মোদী-শি জিনপিং

শনিবার দুই দিনের সফরে ভারত যাবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।  ১১ ও ১২ই অক্টোবর চেন্নাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন চীনা প্রেসিডেন্ট।

দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় এবং চীন-ভারত উন্নয়ন অংশীদারিত্ব নিয়ে কথা বলবেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মোদী ও শি গত বছর চীনের উহানে প্রথমবারের মতো অনানুষ্ঠানিক এক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছিলেন।

জম্মু-কাশ্মীরের বিশেষ সুবিধা বাতিল করায় ভারত সরকারের সমালোচনা করেছে পাকিস্তানের মিত্র হিসেবে পরিচিত চীন। এদিকে কাশ্মীর পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবার চীন সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

সফরে, কাশ্মীর ইস্যু এবং দু'দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার কথা রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কেচিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন ইমরান খান।

তার কার্যালয় থেকে বলা হয়েছে, চীন সফরের মধ্যদিয়ে দুদেশের মধ্যকার অর্থনৈতিক, কৌশলগত সম্পর্ক ও বিনিয়োগ বাড়বে।

এছাড়া কাশ্মীরে নিরাপত্তা ইস্যুতে আলোচনার কথা থাকলেও চীন জানায়, এই সংকট আলোচনা এবং পরামর্শের ভিত্তিতে সমাধান করতে হবে নয়াদিল্লি ও ইসলামাবাদকে।

এদিকে, চলতি সপ্তাহের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফরের কথা রয়েছে।

আরও পড়ুন